শাহজালালে বিমানযাত্রীর পায়ুপথে সাড়ে ৩ কেজি স্বর্ণ

ডেস্ক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন বিমানযাত্রীর পায়ুপথ থেকে ৩ কেজি ৬৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

শনিবার (৩০ এপ্রিল) দুবাই থেকে আসা একটি বিমানের তিন যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ার হোসেন।

তিনি জানান, ওই তিন যাত্রী দুবাই থেকে সকালে শাহজালাল বিমানবন্দরে নামে। এ সময় তাদেরকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা বিষয়টি অস্বীকার করলেও আর্চওয়েতে তাদের শরীরে স্বর্ণ থাকার সংকেত পাওয়া যাচ্ছিল। একপর্যায়ে পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি শিকার করেন তারা।

সানোয়ার হোসেন জানান, পরে ওই তিনজনের পায়ুপথে বিশেষ কায়দায় রাখা স্বর্ণের বারগুলো বের করা হয়। যেগুলোর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। তাদের প্রত্যেকের কাছে ৮৮০ গ্রামের বার ছিল।

ডেপুটি কমিশনার বলেন, তাদের লাগেজ তল্লাশি করে ২৩২ গ্রামের দুটি বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণগুলোর বাজারমূল্য ২ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা। তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

ইবাংলা/ জেএন /৩০ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক বিমানবন্দরেবিমানযাত্রীর পায়ুপথেসাড়ে ৩ কেজিস্বর্ণ
Comments (0)
Add Comment