শনিবার মুহিতের দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শনিবার (৭ মে) ঢাকার গুলশান কেন্দ্রীয় (আজাদ) মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে মুহিতের পরিবার।

আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি সিলেট ১-এর সাবেক সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী।

তিনি গত (৩০ এপ্রিল) মধ্যরাতের পরপরই ঢাকায় মৃত্যুবরণ করেন মুহিত। সিলেটের রায়নগরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্ত্রী সাবিয়া মুহিত, মেয়ে সামিনা, ছেলে শাহেদ ও সামিরসহ পরিবারের বিপুল সংখ্যক সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন সফল এ রাজনীতিক ও অর্থনীতিবিদ।

ইবাংলা/ এসআর / ০৬ মে, ২০২২

শনিবার মুহিতের দোয়া মাহফিল
Comments (0)
Add Comment