চুয়াডাঙ্গায় ১০ হাজার কৃষক পেলেন কোটি টাকার প্রণোদনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় চলতি আউশ মৌসুমে ১০ হাজার ১০০ জন কৃষক সরকারি প্রণোদনা পাচ্ছেন। যার পরিমান ৯৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকা। ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ /২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপরোক্ত টাকার এ সার ও বীজ বিতরণ করা হবে।

সার ও বীজ বিতরন কর্মসূচির আওতায় জেলায় প্রণোদনা পাবেন ১০ হাজার ১০০ জন কৃষক । এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৯৫০ জন কৃষক, আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৮০০ জন কৃষক, দামুড়হুদা উপজেলায় ২ হাজার ২৫০ জন কৃষক ও জীবননগর উপজেলায় ২ হাজার ১০০ জন কৃষক।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘার জন্য ৫ কেজি উফসি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন ।

এ কর্মসূচির আওতায় আজ বুধবার সদর উপজেলার অধীনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১ হাজার জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদা মিলি, অতিরিক্ত কৃষি অফিসার ( চুয়াডাঙ্গা সদর) আফরিন বিনতে আজিজ,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক । পর্যায়ক্রমে প্রতিটি কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

ইবাংলা/টিএইচকে/১২ মে, ২০২২

কোটি টাকারপ্রণোদনা
Comments (0)
Add Comment