উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে ৩২ মাঠকর্মীদের অভিযোগ

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ডজন খানেক লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রায় অর্ধশতাধিক স্বাস্থ্য মাঠকর্মী। আর সে অভিযোগে তাদের বিষয়বস্তু হচ্ছে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানউল্লাহ আল মামুন টাকা ছাড়া এক চুলও নড়েন না।

অভিযোগে আরো উল্লেখ আছে সকল প্রকার বিল,ভাউচারে তাকে ৩৫ থেকে ৫০/:= টাকা ঘুষ না দিলে তিনি স্বাক্ষর বা সই করেন না। লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায়, এ ছাড়াও তার বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সচিবের বরাবর লিখিত অভিযোগে বেতাগীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, অশালীন ব্যবহার, স্টাফদের হয়রানি ও চাকরিচ্যুত করার হুমকি দেয়াসহ একাধিক অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে মাঠকর্মীদের দাবী, আমানুল্লাহ আল মামুন একজন অসাধু ভয়ংকর ও দুর্নীতিবাজ কর্মকর্তা। তাই তার হাত থেকে রেহাই পেতে অনতিবিলম্বে তার অপসারণ ও বদলির দাবী জানান মাঠকর্মীরা। এ বিষয়ে বেতাগী উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান জানান,এ টিএইচএর বিরুদ্ধে আমার নিকট একাধিক অভিযোগ এসেছে। আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আমানউল্লাহ আল মামুন সাহেবের কাছে একাধিক যোগাযোগ করার চেষ্টাও করেছি ।

তিনি আমার ফোন রিসিভ করেননি। তিনি আরও জানান, এই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চতুর্থ শ্রেনীর কর্মচারিদের পোষাকের জন্যে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে সরকার দিয়েছে। সেই টাকা থেকে তাকে ৫ হাজার টাকা করে চাঁদা দিতে হয় এবং কিছু দিন আগে খাদ্য পুষ্টি সচেতনতা সম্পর্কে তিন দিনব্যাপী কর্মশালার জন্যে সরকার ১ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। সেই টাকাও সে আত্মসাৎ করেছেন।

এরকম তার বিরুদ্ধে হাজারও অভিযোগ রয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই কর্মকর্তার সুষ্ঠু বিচার চাই। যাতে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার চিকিৎসা ও সেবার মান ভালো থাকে এবং এই রকম অসাধু কর্মকর্তার কোন স্থান ওই হাসপাতালে না থাকে।এ বিষয়ে অভিযুক্ত বেতাগী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়। আমার নিচের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অসাধু স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মাত্র।

ইবাংলা / জেএন / ১৯ মে, ২০২২

অভিযোগমাঠকর্মীদের
Comments (0)
Add Comment