জবি ফিল্ম ক্লাবের চলচ্চিত্র প্রদর্শনী শুরু

রিসাত রহমান, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে দুই দিন ব্যাপী সাম্প্রতিক নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

মঙ্গলবার( ২৪মে) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিমের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, ফিল্ম ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থী বৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানান সীমাবদ্ধতা ও প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিভাগ না হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা অন্যান্য বিভাগে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই ফিল্ম বিভাগে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়ে যায়।

এজন্য ফিল্মের প্রতি শিক্ষার্থীদের মধ্যে একটি আবেগ ও উচ্ছ্বাস কাজ করে। শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল চিন্তা চেতনা প্রয়োগ করে নতুন চেতনার আলোকে দেশ ও জাতির কাছে তুলে ধরতে পারবে।

শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষক ও ছাত্রদের একতাবদ্ধ হয়ে সুস্থ সংস্কৃতি বিনির্মানের বাহক হিসেবে কাজ করতে হবে।

তিনি আরো ও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে- চলচ্চিত্র নির্মিত হবে গ্রামের মানুষদের নিয়ে, লোকজ সংস্কৃতি নিয়ে। বর্তমানে আমাদের দেশের চলচ্চিত্র বন্ধ হবার পরিক্রমায় রয়েছে। এমতাবস্থায় সবাইকে চলচ্চিত্র বিনির্মাণে ও প্রদর্শনীতে অংশ গ্ৰহন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ও এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল (২৫ মে) সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ ও মাসুদ পথিক পরিচালিত ‘দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রসমূহ প্রদর্শনী হবে।

ইবাংলা/টিএইচকে/২৪মে,২০২২

প্রদর্শনী শুরু
Comments (0)
Add Comment