নড়াইলে সরকারি সম্পত্তি রেকর্ড করে নেয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর মাষ্টার রোলের কর্মচারী মোহাম্মদ এর বিরূদ্ধে নড়াইল পৌরসভা এলাকার কুড়িগ্রাম ও ভওয়াখালি এলাকার মূল্যবান বেশ কিছু সম্পত্তি জালিয়াতি করে রেকর্ড করে নেয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ একজন বড় ধরনের জালিয়াত। দীর্ঘ দিন ধরে সেটেলমেন্ট অফিসে দালালি করে আসছে।

সেই সুবাদে সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে বিপুল পরিমান সম্পত্তি রেকর্ড করে নিয়েছে ধূর্ত মোহাম্মদ। বিভিন্ন লোককে সরকারি চাকুরী দেয়ার প্রলোভন দিয়েও মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। অবৈধ অর্থের প্রভাবে নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে এই মোহাম্মদ। সরকারি সম্পত্তি রক্ষার্থে দলমত নির্বিশেষে স্থানীয়রা একমত হয়ে তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে চাপ দিয়েছে।

জনগনের চাপের মুখে সম্পত্তি ফেরত দেয়ার কথা স্কিার করলেও মোহাম্মদ পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করলে একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, মোহাম্মদ নানাভাব খাটিয়ে সুকৌশলে কাজ করে নিয়ে গেছে।

সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রতারক মোহাম্মদ জানান অনেকেই সরকারি সম্পত্তি গ্রাস করেছে,সাবেক পৌরসভার নায়েব ইরিয়াস অনেক জমি গ্রাস করেছে। তাদের ব্যাপারে কারো কোন মাথা ব্যথা নেই। অথচ সামান্য সম্পত্তি নিয়ে সবাই ক্ষিপ্ত হয়েছে,তাই ওই সম্পত্তি আবার সরকারের নামে রেকর্ড দেয়ার ব্যবস্থা করা হবে।

ইবাংলা /জেএন /২৪ মে,২০২২

অভিযোগ
Comments (0)
Add Comment