অশ্লীল গান ও মাদক সেবনের প্রতিবাদ করায় খুন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেশাজাতীয় দ্রব্য সেবন ও উচ্চস্বরে অশ্লীল গান-বাজনা করার প্রতিবাদ করায় কৃষ্ণ সরকার নামের এক ব্যক্তিকে খুন করে বখাটেরা। সাভারের আড়াপাড়ার জমিদার বাড়ীর পুকুর পাড়ে ঘটনা ঘটে। এ ঘটনার মূল আসামী নয়ন মনিকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারর করেছেন আসামি।

গত ৩০ মে সাভারের আড়াপাড়ায় জমিদার বাড়ীর পুকুর পাড়ে গুরুতর জখমপ্রাপ্ত হন কৃষ্ণ সরকার। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতলে মৃত্যুবরণ করে। একদিন পর হত্যার ঘটনায় নয়নকে মুল আসামি করে মামলা করে নিহতের ভাই কৃষ্ণ গোবিন্দ সরকার।

মামলাটি সিআইডির কাছে হস্তন্তর করলে, ছায়া তদন্ত শুরু করে সিআইডি। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে নয়নসহ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। টঙ্গী থেকে নয়ন মনি বাউল নয়নকে গ্রেফতার করে।

বুধবার (৮ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানান তার বাড়ি কুষ্টিয়া। শ্বশুর বাড়ি সাভারের আড়াপাড়া। সে প্রায়শই নেশা ও আড্ডা দেওয়ার সুবিধার্থে তার শ্বশুর বাড়িতেই বেশিরভাগ সময় অবস্থান করে।

২৩ মে স্ত্রীসহ কুষ্টিয়া হতে বেড়ানোর জন্য শ্বশুর বাড়িতে আসে। সাভার এলাকায় অবস্থানকালে সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত তার অন্যান্য বখাটে বন্ধুদের নিয়ে জমিদার বাড়ির পুকুর পাড়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করে উচ্চস্বরে অশ্লীল গান বাজনা করতো নয়ন মানিক।

বিষয়টি বখাটেপনার অংশ হওয়ায় এবং নারী, শিশু ও অন্যান্য পথচারীসহ বসবাসরত বাসিন্দাদের জন্য অসহনীয় পর্যায়ের হওয়ায় উক্ত ঘটনার প্রতিবাদে এগিয়ে আসে ঢাকা মগবাজার ওয়েডিং প্যারাডাইস নামের একটি স্টুডিওতে ফটোগ্রাফার কৃষ্ণ সরকার।

তিনি আরো বলেন, বখাটেদের আড্ডা দেখে তাদেরকে উক্ত স্থান ত্যাগ করার অনুরোধ করে কৃষ্ণা সরকার। অনুরোধ উপেক্ষা করে তারা উক্ত স্থানে আড্ডা দিবে মর্মে হুমকি দেন। একপর্যায়ে নয়ন মনির নেতৃত্বে অন্যান্য বখাটেরা কৃষ্ণ সরকারকে মারপিট করতে থাকে। নয়ন মনির সাথে থাকা ধারালো সুইচ গিয়ার/ ছুরি দিয়ে কৃষ্ণ সরকারকে উপর্যুপরি বুকে ও পেটে আঘাত করায় গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে আসামীরা দ্রুত ঘটনাস্থলে তাকে ফেলে চলে যায়।

আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পর দিন ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইবাংলা/টিএইচকে/৯জুন,২০২২

প্রতিবাদ করায় খুন
Comments (0)
Add Comment