তামিম-শান্তর প্রশংসায় মোসাদ্দেক

ডেস্ক রিপোর্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে গতরাত থেকে প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

হাফ-সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তামিমের সেঞ্চুরি ও শান্তর হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ।

প্রথম দিন শেষে তামিম ও শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন। তামিমের সাথে ৬ রান নিয়ে দিন শেষ করেছেন মোসাদ্দেক। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দিন শেষে ১৪০ রানে অপরাজিত থাকেন তামিম। তার ইনিংসে ১৯টি চার ও ১টি ছক্কা আছে। তিন নম্বরে নামা শান্ত ৯টি চারে ৯৯ বলে ৫৪ রান করেন।

এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, ‘এখানে আসার পর আমরা, দুই-তিনদিন ফিটনেস ট্রেনিং করেছি এবং আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তিনদিনের প্রস্তুতি ম্যাচ হচ্ছে, যেটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। এ ম্যাচ থেকে ব্যাটাররা দারুণ আত্মবিশ্বাস অর্জন করছে।

তামিম-শান্তর ব্যাটিং নিয়ে মোসাদ্দেক বলেন, ‘তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করছেন, মাশাল্লাহ। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি ব্যাটারদের জন্য প্রস্তুতিটা ভালো ছিলো।

এই প্রস্তুতি ম্যাচ প্রথম টেস্টে দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন মোসাদ্দেক। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচটা আমাদের ভালো সহায়তা করবে। বিশেষ করে এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে একটু ভিন্ন।

বলে একটু বেশি মুভমেন্ট থাকে, উইকেট বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। সবদিক থেকে প্রস্তুতি ম্যাচটা আমাদের কাজে দিবে। এখান থেকে ব্যাটাররা আত্মবিশ্বাস নিতে পারবে।

তামিম-শান্তর মত বড় ইনিংস খেলতে পারেননি মোমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও লিটন দাস। মোমিনুল-জয় শুন্য হাতে ও লিটন ৪ রান করেন।

আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ইবাংলা/ জেএন /১২ জুন,২০২২

প্রশংসায়মোসাদ্দেক
Comments (0)
Add Comment