বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বুধবার (১৫ জুন) বাআ’দ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ।এসময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, প্রফেসর ডঃ মোঃ নজিবুল হক।
জিয়া পরিষদের সাবেক সভাপতি, প্রফেসর ডঃ মোঃ মমতাজুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, প্রফেসর ডঃ মোঃ নওশের ওয়ান, সাবেক সহ-সভাপতি, প্রফেসর ডঃ মোঃ আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক, আবদুস শাহিদ মিয়া,প্রফেসর ডঃ মোঃ রুহুল আমিন ভূঁইয়া।
জীব বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ডঃ মোঃ আব্দুস সামাদ, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ডঃ মোঃ আব্দুল মোমিন, একই বিভাগের প্রফেসর ডঃ মোঃ মনজুরুল হক, জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রফেসর ডঃ মোঃ রশিদুজ্জামান ও প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম, জিয়া পরিষদ নেতা।
প্রফেসর ডঃ মোঃ আইনুল হক আকন্দ, প্রফেসর ডঃ মোঃ আব্দুল গফুর গাজী, জিয়া পরিষদ, অফিসার ইউনিটের সাধারণ সম্পাদক, গোলাম মাহফুজ মঞ্জু, জিয়া পরিষদ নেতা ও ডেপুটি রেজিস্ট্রার, মোহাম্মদ সলিম উল্যা, মোঃ মিজানুর রহমান মজুমদার, হাফিজুর রহমান বাচ্চু, রিসানুজ্জামান স্বপন, মোঃ লুৎফর রহমান।
ইউসুফ মিয়া প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখার সদস্য সচিব, মাসুদ রানা মিথুন, যুগ্ন আহ্বায়ক, সোলায়মান চৌধুরী, সদস্য, রাফিজ আহমেদ, উল্লাহ মাহমুদ, সৌরভসহ ইবির জিয়া পরিষদের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদল নেতৃবৃন্দ।
পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, দীর্ঘদিন যাবত খালেদা জিয়া অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলেও সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠুক এই কামনা।
ইবাংলা / জেএন /১৫ জুন, ২০২২