বামনায় সরকারি কলেজ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বরগুনা প্রিতিনিধি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদিঃ) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সরকারি বামনা কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৯ জুন) সকাল সাড়ে দশটায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন ।এ সময় তারা বলেন,একজন মহামানব,মুসলমানদের আবেগ অনুভূতি ভালোবাসার সবচেয়ে প্রিয় নবীকে নিয়ে এমন বক্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশ্ব নবীর অপমান সইবে না কোন মুসলমান মুখরিত ছিল কলেজ ক্যাম্পাস।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য শিক্ষার্থীরা।বিক্ষোভ সমাবেশ থেকে নুপুর শর্মাসহ দোষী ব্যক্তিদের শুধু দলীয় পদ স্থগিত নয় বরং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

ইবাংলা / জেএন / ১৯ জুন,২০২২

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
Comments (0)
Add Comment