নৌবাহিনী ও কোস্টগার্ডকে ২০টি নৌযান উপহার দিল যুক্তরাষ্ট্র

ডেস্কে প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডকে ২০টি নৌযান উপহার দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপহারের এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ হক চৌধুরীর উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব হস্তান্তর করেন।

দূতাবাস থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অনুরোধে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডকে ১০টি ৩৮ ফুট বা ১১ মিটার দৈর্ঘ্যের ডিফিয়ান্ট ক্লাস মেটাল শার্ক বোট এবং ১০টি ২৫ ফুট বা ৮ মিটার দৈর্ঘ্যের ডিফেন্ডার ক্লাস বোট উপহার দিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে উপকূলীয় এলাকা ও বাংলাদেশের আওতাধীন সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে নজরদারি, টহল ও হুমকি মোকাবেলার সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে এই মেটাল শার্ক ও ডিফেন্ডার নৌযানগুলো উপহার দিয়েছে।

ইবাংলা / টিপি / ১০ সেপ্টেম্বর

নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডকনৌযান উপহারযুক্তরাষ্ট্র
Comments (0)
Add Comment