নোয়াখালীতে রোহিঙ্গা তরুণী আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াাখালীর সুবচর্ণচরে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। আটককৃত তরুণীর নাম শুকতারা জেসমিন (১৮)। সে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।

আরও পড়ুন…মাছ ধরার নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ

শুক্রবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেলের দিকে ওই তরুণী চট্রগ্রাম থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পরে রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার তাকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

ইবাংলা/জেএন /১৫জুলাই,২০২২

রোহিঙ্গা তরুণী আটক
Comments (0)
Add Comment