পিরোজপুরে ২১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা

ডেস্ক রিপোর্ট

জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডের ২১ লাখ ৭১ হাজার ২৪০ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ৬শতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্যকারীদের এই অর্থদন্ড দেয়া হয়। এর পাশাপাশি ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক আইন, ঔষধ আইন, বাল্য বিবাহ আইন, ইটভাটা প্রস্তুত আইন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন- ২০০৯, করাতকল লাইসেন্স বিধিমালা ২০২২, কৃষি বিপনন আইন ২০১৮, ক্যাবল টিভি নেটওয়ার্ক আইনসহ বিভিন্ন আইনে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড ও কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৪ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সবচেয়ে বেশী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় গত বছরের জুলাই ও আগস্ট মাসে। এ সময় মহামারী করোনার ব্যাপকতা থাকায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ প্রয়োগ করে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে এসব আদালত পরিচালিত হয়। জুলাই মাসে ১১৭টি এবং আগষ্ট মাসে ১০১টি আদালত যথাক্রমে ১ লাখ ৪৬ হাজার ৩৯০ এবং ১ লক্ষ ৩৫ হাজার ৩শত টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করে।

পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান জানান- আইন অমান্য করে যারা জনজীবনে অশান্তির সৃষ্টি করবে, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক সেবন ও বিক্রয়ের মত অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত সবসময় সক্রিয় থেকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করবে, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আইন অমান্যকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা।

ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২

কোষাগারে জমা
Comments (0)
Add Comment