নড়াইলের ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা কেন্দ্রিয় আ. লীগের

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:

একটি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক গোষ্ঠী নড়াইলের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বুধবার (২০ জুলাই) দুপুরে নড়াইলের দিঘলিয়া গ্রামের সাহা পাড়া ও মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর হামলাকারিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাসিম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থানের বার্তা নিয়ে বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে ঢাকা থেকে সড়কপথে দিঘলিয়ার সাহাপাড়ায় পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়ি, দোকানপাট ও মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন…আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, নড়াইলে যে দুর্ঘটনাটি ঘটেছে এর কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘু ভাই বোনদের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা হয়েছে। একটি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে।

সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

তাদের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই অঞ্চলের সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা অভিনন্দন জানাই এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

হয়তো তাদের ক্ষয়ক্ষতি আমরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারব না, কিন্তু তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে সেটি কীভাবে দূর করা যায় সেটাই হলো আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় যুবক আকাশ সাহা (১৮) এর ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার সংবাদে আওয়ামী লীগের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সাংসদরা এলাকা পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও ছিলেন জেলা রেড ক্রিসেন্ট’র সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল বাশার ডলার, নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম।

আরও পড়ুন…সর্বচ্চ দর দিয়েও পুকুর লিজ না পাওয়ায় ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মসিয়ুর রহমান, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক রোম, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বেরাহান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সভাপতি গাজী মেসবাহুল হুসাইন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহামন বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবার ও মন্দিরে আর্থিক অনুদান দেন।

প্রসঙ্গত: দিঘলিয়া গ্রামের অশোক সাহা’র ছেলে আকাশ সাহা’র ফেসবুকে ধর্মীয় উস্কানিমুলক বক্তব্য পোষ্ট করায় ধর্মপ্রাণ মুসলামানরা উত্তেজিত হয়। শুক্রবার (১৫ জুলাই) বিকেল থেকে আকাশদের বাড়ি ঘিরে রাখে উত্তেজিত জনতা। এরপর উত্তেজিত জনতা আকাশ সাহার বাবা অশোক সাহার দিঘলিয়া বাজারের মুদি দোকান ভাংচুর করে।

উত্তেজিত জনতা ৪/৫টি হিন্দু বাড়ি ভাংচুর করে। একটি ঘরে আগুন দেয়। হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ এ পর্যন্ত প্রায় ১০ জন আসামী গ্রেফতার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/২০জুলাই,২০২২

আর্থিক সহায়তাক্ষতিগ্রস্থদের
Comments (0)
Add Comment