পঞ্চগড়ের তেতুলিয়ায় পানিতে ডুবে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তেতুলিয়ার শালবাহান ইউনিয়নের খালপাড়া গ্রামের আব্দুল হান্নানের সন্তান। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন…বিশ্বে করোনায় আরও ১০৭১ মৃত্যু, কমেছে আক্রান্ত
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আব্দুল হান্নান বাড়ি তৈরির জন্য শালবাহানের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই ইট আনা নেয়া করছিলেন।
একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে পুকুরের পাড়ে রেখে পাশ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ খোঁজাখুঁজি করতে থাকেন।
এক পর্যায়ে তাদের পেতে মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় এলাকাবাসীদের সন্দেহে পুকুরে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে দুই ভাই-বোনের লাশ পাওয়া যায়।
আরও পড়ুন…নিজের মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা
তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২