আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, কলকাতায় বেকার হোস্টেলে সাধারণ জীবন যাপন করে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে তিনি নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, বাংলার মানুষের স্বাধিকারের স্বপ্ন দেখেছেন তা আমাদের অনুপ্রেরণা যোগায়।
আরও পড়ুন…ইবির শারীরিক শিক্ষা বিভাগের আবেদন শুরু ১ আগস্ট
নাছিম মঙ্গলবার(২৬জুলাই) সকালে কলকাতায় ৮নং স্মিথ লেন-এ অবস্থিত বেকার হোস্টেলের তিন তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে এসব কথা বলেন।
এর আগে বাহা উদ্দিন নাছিম বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ “বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ” ঘুরে দেখেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানা গেছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা, বিশাল ব্যক্তিত্বের অধিকারী। সাধারণ পরিবেশে রাজনীতি করে তিনি বাঙালির ভাগ্য বিধাতায় পরিণত হয়েছেন।
আরও পড়ুন…মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তিনি বলেন, বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নের বীজ এখানেই বপন হয়েছিলো, যার যৌক্তিক পরিণতিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সবার আরো অনেক জানার আছে, গবেষণার আছে। বঙ্গবন্ধুর জীবনদর্শন আমাদের অনুপ্রাণিত করে।
ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২