কামরুল হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলা দ্রæত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে শনিবার ( ৩০জুলাই) সকালে

চাঁচুড়ি বাজারে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যোগ দিতে চাঁচুড়ি, পুরুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী মিছিল নিয়ে চাঁচুড়ি বাজারে সমবেত হন।

পরে সকলে এখানে নড়াইল-কালিয়া সড়কে হাতেহাত ধরে সামিল হন মানববন্ধনে। পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি।

আরও পড়ুন…মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটি!

চাঁচুড়ি বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা দলমত শ্রনীপেশার মানুষের অংশ গ্রহনে বিশাল এ মানববন্ধন ঘন্টাব্যাপি স্থায়ী হয়।

এ সময় বক্তারা, চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ খুনে জড়িতদের দ্রæত গ্রেফতারসহ মামলাটি দ্রæত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বাজার প্রদক্ষিণ কালে নানা দাবি সম্বলীত ব্যানার প্লাকার্ড হাতে মিছিলকারিরা ¯েøাগানে ¯েøাগানে খুনিদের দ্রæত বিচারের আওতায় এনে সর্বোচ্চ্য শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন…নড়াইলে জমি দখলকারীদের হামলায় আহত ৭

অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা গত ৩০জুন পুরুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ী কামরুল শেখের বাড়িতে চড়াও হয়ে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা এবং তার দুই ভাইসহ আরো ৪জনকে গুরুত্বর আহত করে।

এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদি হয়ে মোট ৩২জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত পুলিশ ৩জনকে গেফ্রতার করেছে।

ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Comments (0)
Add Comment