বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব না বসানোয় প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

বিমানবন্দরে রেপিড আরটিপিসিআর ল্যাব না বসানোয় বিক্ষোভ করছেন আরব আমিরাতপ্রবাসীরা। প্রধানমন্ত্রীর নিদের্শনার পরও আরটিপিসিআর ল্যাব না বসানোয় এ বিক্ষোভ করছেন তারা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে দ্রুত বিমানবন্দরে ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন তারা। ল্যাব স্থাপন না করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণাও দেয়া হয়।

প্রবাসী কর্মীরা বলেন, আগস্ট মাসে আরব আমিরাত জানিয়েছে কোনো দেশের বিমানবন্দরে ল্যাব না থাকলে সে দেশের নাগরিকরা আমিরাতে যেতে পারবেন না। এর এক মাস পেরিয়ে গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়নি।

প্রবাসীরা আন্দোলন করার পর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নির্দেশনা দিলেন, তাতেও গড়িমসি। এ কারণে দেশে আটকে পড়া ৪০ থেকে ৫০ হাজার প্রবাসী কর্মী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অথচ নেপাল, পাকিস্তানের মতো দেশগুলোও এক মাস আগেই ল্যাব স্থাপন করেছে, তাদের কর্মীরা আরব আমিরাতে যেতে পারছে।

তাদের দাবি নেপাল, ভারত, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানের মতো দেশে বিমানবন্দরে ল্যাব স্থাপন করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতায় বাংলাদেশে ল্যাব স্থাপন করা হচ্ছে না।

ইবাংলা/টিপি/১৪ সেপ্টেম্বর

বিক্ষোভবিমানবন্দররেপিড আরটিপিসিআর ল্যাব
Comments (0)
Add Comment