বিগত জুলাই মাস থেকে বিদ্যুতের ঘাটতি কমাতে দেশজুড়ে শুরু হয়েছিল লোডশেডিং। রোববার (৭ আগস্ট) থেকে আবারও দেশজুড়ে শুরু হয়েছে এলাকাভিত্তিক লোডশেডিং। ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) বেশির ভাগ এলাকায় এক ঘণ্টা করে লোডশেডিংয়ের রুটিন করেছে যা তাদের আওতাভুক্ত।কিছু জায়গায় লোডশেডিং হবে দুই ঘণ্টা করেও।
আরও পড়ুন…ফেসবুকে পিস্তলের ছবি আপলোড করায় এক তরুণ আটক
কিন্তু ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) তিন ঘণ্টা করে লোডশেডিংয়ের রুটিন দেওয়া হয়েছে ঐ কোম্পানীর আওতাধীন এলাকাগুলোয় । সকাল ১০টায় ডিপিডিসি লোডশেডিং শুরু করছে।কিন্তু দিন-রাতজুড়ে ডেসকো লোডশেডিং করছে । শুরুতে এক ঘণ্টা করে লোডশেডিং করত এ দুই সংস্থা । ডিপিডিসি থেকে জানানো হয়েছে, আরোপিত লোডশেডিং কম বা বেশি হতে পারে লোড বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে ।
সংস্থা দুটি ৭ আগষ্ট রোজ (রোববার ) কোথায়-কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে।গত ১৮ জুলাই দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয় দেশের বিদ্যুৎ-সংকট মোকাবিলার জন্য। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে শুরু হয় লোডশেডিং।প্রথমে বলা হয়েছিল, দুই ঘণ্টা পর্যন্ত এ লোডশেডিং হতে পারে ।
আরও পড়ুন…দেশে জ্বালানি তেলের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম
আর এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। সরকার ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে খরচ সাশ্রয়ের জন্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই দিন সকালে সিদ্ধান্ত হয় বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায়।রাজধানীর তালিকা দিয়েছে ডিপিডিসি ও ডেসকো এ দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। তালিকা দিয়েছে ঢাকার বাইরেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু অনেক গ্রাহক জানিয়েছেন ঢাকা ও ঢাকার বাইরে সেই তালিকা মেনে চলা হচ্ছে না এবং সেটা বিশেষ করে ঢাকার বাইরে। ঢাকার বাইরে অনেক বেশি লোডশেডিং রাজধানীর তুলনায়।
ইবাংলা/তরা/৭ আগষ্ট ২০২২