অভিযান চালিয়ে ১২ হাজার বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

শামসুল আলম লিটন

বগুড়ায় মধ্যরাতে সারের গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই গুদামে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের গুদামে এই অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার জব্দ করাসহ অবৈধভাব মজুদারির কারণে গুদামটি সিলগালা এবং সার পরিবহণ কাজে ব্যবহৃত দু’টি ট্রাক আটক করা হয়েছে।

আরও পড়ুন…চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের আবাদ

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল এই ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। তিনি জানান, গুদামে যেসব সার মজুদ করা হয় তার মালিক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী নাজমুল পারভেজ কনক। বগুড়া সদর উপজেলায় সার বিক্রয়কারী ডিলার রয়েছেন ২২জন।

সেই তালিকায় নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদাম ভর্তি প্রায় ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। পরে গুদামটি সিলগালা করা হয়েছে। অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এরুলিয়া ইউপি চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/৮ আগস্ট,২০২২

সারের গুদামে অভিযান