জবি নীল দলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকির, সম্পাদক নাফিস

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশের) কার্যনির্বাহী কমিটি ২০২২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ।

আরও পড়ুন…ডাকাতেরা চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের পর আশ্রয় নেয় নানির বাড়িতে

সোমবার (৮ আগষ্ট) মোট ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন জবি নীলদল কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জবি নীল দলের গঠনতন্ত্রের ৬ নং ধারা অনুযায়ী সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন।

, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন।

আরও পড়ুন…ফিলিস্তিনিরা ১০০০ এর অধিক ক্ষেপণাস্র ছুড়েছে ইসরাইলে

উল্লেখ্য, নবগঠিত কমিটির কার্যনির্বাহী পর্ষদ- এর প্রথম সভায় ৯ জন সাধারণ সদস্যের মধ্য হতে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

ইবাংলা/জেএন/৯ আগস্ট,২০২২

সম্পাদক নাফিস