‘জাহান্নামে স্থান’ বক্তব্য ভাইরাল : ‘স্লিপ অব টাং’ বলে সাফাই প্রতিমন্ত্রীর

ইবাংলা ডেস্ক

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের মুখ থেকে ‘বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়া’ বক্তব্যের একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

ভিডি দেখতে ক্লিক…

ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে বলতে শোনা যায়, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।’ তবে এমন ভুলকে ‘এটা স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, শোক দিবসে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি ভুলবশত ‘জান্নাত’ শব্দের পরিবর্তে ‘জাহান্নাম’ বলেছেন। এটি ‘স্লিপ অব টাং।’ তিনি বলেন, তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে জাহান্নাম শব্দটি বলার সঙ্গে সঙ্গে আমি সংশোধন করে কয়েকবার জান্নাত শব্দটি ব্যবহার করি।

আরও পড়ুন…উত্তরায় ভায়াডাক্ট পড়ে দু’ই শিশুসহ ৪ জনের মৃত্যু

এ বিষয়ে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এটি আসলেই স্লিপ অব টাং হয়েছে। তিনি (প্রতিমন্ত্রী) পরক্ষণেই সংশোধিত বক্তব্য দিয়েছেন।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সংসদ সদস্য এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ইবাংলা/টিএইচকে/১৬আগস্ট,২০২২

স্লিপ অব টাং’