ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বাষির্কী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত।
গত সোমবার ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বাষির্কী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২৯ বিজিবি সদর দপ্তরে সারা দিন ব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
ইউনিট এবং সীমান্ত ফাটির সকল মসজিদে ফজরের নামাজের পর মোনাজাতের আয়োজন করা হয়। এর আগে কোরআন খতম সম্পন্ন করা হয়। ব্যাটালিয়নের কেন্দ্রীয় সেড এ সকল সদস্যদের উপস্থিতি তে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের উপর আলোচনা।
প্রামাণ্যচিত্র, বাংলাদশে রাইফেলস্ধসঢ়; এর ৩য় রিক্রুটিং ব্যাচ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন এবং পদ্মা শেতুর উপর নিমর্তি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অপরাহ্নে অত্র বিজিবির সদর দপ্তরে ব্যাটালিয়রে ব্যবস্থাপনায় অধিনস্ত মনিপুর সীমান্ত ফাঁড়ির দায়িত্ব পূর্ণ এলাকায় ৫০ জন গরিব দুস্ত দের মাঝে খাদ্য সাম্যগ্রী ও (শুকনা রশদ) বিতরণ করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আলমগীর কবির (পিএসসি)।
আরও পড়ুন…প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ গার্ডার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
এছাড়াও রসুলপুর সীমান্ত ফাড়ীর দায়িত্ব পূর্ণ এলাকায় ২১৩ জন গরীব দুস্তদের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি।
ইবাংলা/জেএন/১৬ আগস্ট,২০২২