ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার তুরস্ক যাচ্ছেন।তুরস্কে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তাফার বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ওয়াফর খবরে এ তথ্য জানানো হয়েছে।সফরকালে মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন…বঙ্গবন্ধুর হত্যা বিশ্বের ইতিহাসে জঘন্যতম ঘটনা: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম
বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন।তুরস্ক বরাবরই দ্বিরাষ্ট্রনীতিতে ফিলিস্তিনের সংকট সমাধানে বিশ্বাসী। পশ্চিমতীর শাসন করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ।
আরও পড়ুন…চোরের ‘ঘুষিতে’ পটল তুলল মাল্টা চাষি
অন্যদিকে গাজা শাসন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ সংগঠনটিকে বরাবরই সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে আসছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইল।
ইবাংলা/তরা/২২ আগস্ট ২০২২