বরগুনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে ১২

ইবাংলা প্রতিবেদন

বরগুনার আমতলীর চুনাখালী কালভার্টসংলগ্ন স্থানে বরিশালগামী মায়ের দোয়া বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চুনাখালী কালভার্টসংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

আহতরা হলেন- গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালাল (৫৫)। বাকি তিনজন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের নাম জানা যায়নি।

জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসটি যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথে আজ বুধবার সকালে সাড়ে ৮টার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হন।

আরও পড়ুন…চীন-ইউরোপ রেলপথ কিছু বন্দরকে লজিস্টিক কেন্দ্রে পরিণত করেছে 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ