আজ ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় এক ঘণ্টা এগিয়ে সকাল ৯টার বদলে কাজ শুরু হয়েছে সকাল ৮টায়। বিকেল ৫ টার বদলে ৩টায় অফিস ছুটি হবে। অর্থাৎ, কর্মঘণ্টা কমানো হয়েছে এক ঘণ্টা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজের সূচিও বদলে গেছে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রী বলেন, সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তাহলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।
নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ত। এখন ৯টা থেকে বাড়ছে। এই মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় এক হাজারের (মেগাওয়াট) উপরে চলে গেছে।
আরও পড়ুন… উন্নয়ণ প্রকল্পের বেশিরভাগ টাকা পরামর্শকের পকেটে
প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং আমরা কমাচ্ছি। লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ ছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মন্ত্রীদের বাসাতেও লোডশেডিং দেওয়া হোক। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনেকটা তড়িঘড়ি বলেন, সবার বাসাতেই তো লোডশেডিং চলতেছে। কেউ বাদ যাচ্ছে না।
ইবাংলা/তরা/২৪ আগস্ট,২০২২