রোববার থেকে ২ জেলায় ট্রাক বন্ধের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বৃদ্ধি না করলে আগামী ২৮ আগস্ট (রোববার) থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলায় অনির্দিষ্টকালের জন্য ট্রাক বন্ধ এবং কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ট্রাক মালিক সমিতি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলার শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরে জেলা ট্রাক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক যৌথ আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা বলেন, ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত পাবনার নগরবাড়ী এবং বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে ট্রাকে করে কোনো মালামাল সরবরাহ হবে না। এতে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলার পণ্য সরবরাহ বন্ধ থাকবে।

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মজনু সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আজমত মোল্লা, সিরাজগঞ্জের শাহজাদপুর মটর ও ট্রাক মালিক সমিতির সভাপতি রকিবুল হাসান হবিউল, পাবনা নগরবাড়ী ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল হালিম প্রামানিকসহ তিন সংগঠনের নেতৃবৃন্দ।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২