রাজধানীর বারডেম হাসপাতালে কেবিন থেকে আনজুম আরা (৭০) নামের এক রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের ১৫ তলার ১৫২৭ নম্বর কেবিন থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ওই নারী ইউরিন ইনফেকশন, পেটে ব্যথা ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা নাগাদ তার সঙ্গে থাকা স্বজনরা ওষুধ কিনতে বাইরে যায়। ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান তারা। অনেক ডাকাডাকির পর ভেতরে কোন সাড়া না পেয়ে হাসপাতালের লোকজনের সাহায্যে কেবিনের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
হাসপাতাল থেকে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মৃত নারী কেবিনের ডোর ক্লোজারের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। শারীরিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারী পরিবারের সঙ্গে ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
টিপি