৬ দোকানে জরিমানা ১ লক্ষ ২৬ হাজার টাকা

মধুপুর, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ দোকানে ১ লক্ষ ২৬ হাজর টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৭ আগস্ট শনিবার দুপুরে উপজেলার জলছত্র ও পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেছেন।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

জানা যায়,উপজেলার জলছত্র বাজারে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রায়হানের সারের দোকানে ৫ হাজার,রহমতুল্লাহ কে ৩ হাজার,আমিনুল ইসলাম মিন্টুকে ৫ হাজার, আমিনুল ইসলামের সারের দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেছে।

অপর দিকে, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন উপজেলার পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফজলুল হকের সারের দোকানে ১ লক্ষ টাকা ও আয়েশা এন্টারপ্রাইজের আলী আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

এসময় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান,লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে উপজেলার দু’টি বাজারে পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ টি সারের দোকানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন…ইবিতে সতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, মধুপুরের জলছত্র ও পঁচিশ মাইল বাজারে নিবন্ধন বিহীন সার বিক্রি, মজুদ, মূল্য তালিকা সাটানো না থাকাসহ বিভিন্ন অপরাধে পৃথক দুটি ভ্রাম্যমান করে জরিমানা করা হয়েছে।

ইবাংলা/জেএন/২৭ আগস্ট,২০২২

৬ দোকানে ১ লক্ষ ২৬ হাজার জরিমানা