হারের দায় কার?

ইবাংলা ডেস্ক

টিম ম্যানেজমেন্ট সঠিক জায়গায় সঠিক মানুষকে খেলাচ্ছে না । গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভয়ে নিজেদের কাজটাই করতে পারছে না তারা। ২০ ওভারের ক্রিকেটে ভালো করতে, আক্রমণাত্মক মানসিকতার পাশপাশি স্পেশালাইজড

ক্রিকেটার তৈরির পরামর্শ সাবেকদের। হার দিয়ে সাকিবদের এশিয়া কাপ মিশন শুরুর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপের পর এশিয়া কাপ। ফরম্যাট বদলালেও বদলায়নি বাংলাদেশ। নতুন কোচ-অধিনায়ক নিয়ে, পুরনো হারের বৃত্তে টাইগাররা। সাবেকদের মত, সমালোচনার ভয়ে নিজেদের কাজটাই করতে জানেন না সংশ্লিষ্টরা।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

প্রশ্ন তোলা হয়েছে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া নিয়েও।টেস্ট ক্রিকেটের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের সমস্যা হয়ে গেছে।

আমাদের যারা কাজ করছে তারা প্রচুর সোশ্যাল মিডিয়া ফলো করেন। মিডিয়া ভয় পান। এই কারণে আমাদের প্লেয়ারদের ধারাবাহিকতাটা হচ্ছে না।’

দুই ওপেনারই সুযোগ পেয়েছেন ওয়ানডে ফরম্যাটে পারফর্ম করে। বিজয় দলে থাকলেও, নাঈম তো ছিলেনই না পরিকল্পনাতে। অথচ তাদের ব্যাটেই আফগান বধের স্বপ্ন বেঁধেছিলো টিম বাংলাদেশ।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কথা শুনবেন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নাঈম শেখ কিন্তু প্রমাণিত ছিল, টি-টোয়েন্টিতে ভালো করছিল, কিন্তু গত বিপিএলে তাকে যেভাবে ব্যবহার করা হলো! যেভাবে তাকে গড়ে তোলা উচিৎ ছিল বা মোটিভেট

করা উচিৎ ছিল, সেটা হয়নি।’আরেক ওপেনার বিজয়কে নিয়ে বুলবুল বলেন, ‘এনামুল হক বিজয় কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে প্রুভেন। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছে এবং তার যদি একদিনের ক্রিকেটের রেকর্ড দেখেন,

এটা ওয়ান্ডারফুল।’জাতীয় দলের বাইরে থাকা আশরাফুল বলেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে আমরা সব ফরম্যাটে খেলিয়ে ফেলি, জানি না আসলে সে কোন ফরম্যাটে ঠিক আছে। এই জায়গাগুলোতে আমাদের মিসিং।’

আরও পড়ুন…গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সিকান্ডে আটক ঢাবি শিক্ষার্থীর জামিন

আফগানদের বিপক্ষে হারলেও, সুপার ফোরের আশা ছাড়তে চাইছেন না সাবেকরা। শ্রীলঙ্কাকে হারাবে বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা। আশরাফুল বলেন, ‘পরের ম্যাচটা আমি মনে করি আমাদের জন্য একটু সহজ হবে কারণ আফগানিস্তানের বোলিং

অ্যাটাকটা সবদিক বিবেচনায় ওয়ার্ল্ড ক্লাস। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলব, এটা আমার বিশ্বাস।’বুলবুলের কণ্ঠেও আশরাফুলের কথার প্রতিধ্বনি, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের জেতার ক্ষমতা আছে।

শ্রীলঙ্কার যেটা সত্যিকারের অ্যাডভান্টেজ সেটা হলো, তাদের ফিজিক্যাল ফিটনেস, তাদের ফিজিক্যাল পার্ট ও তাদের বোলিং। এই জায়গায় আমরা যদি সে অনুযায়ী প্ল্যান করি, শ্রীলঙ্কার বিপক্ষে জেতা সম্ভব।’

আরও পড়ুন…শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ: জামিল হাসান দুর্জয়

একদিনের বিরতি, এরপর ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

ইবাংলা/তরা/৩১ আগস্ট ২০২২

দায় কার ?