চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
৩০ আগস্ট মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।
নিহত বাংলাদেশির নাম ভদু (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
গুলিবিদ্ধ ওহিদুল ইসলাম (২৩) মুন্সিপাড়া মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম জানান, ‘ভদু রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি গরু আনতে গেলেন, নাকি অন্য কারণে সেখানে গেলেন বলতে পারছি না।’
তিনি বলেন, ‘শুনেছি বিএসএফের গুলিতে মারা গেছেন ভাদু। ভাদুর মরদেহ কোথায় আছে বলতে পারছি না।’এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেনের সঙ্গে
আরও পড়ুন…সম্ভাবনা নাকি আশঙ্কা ! ভারত-বাংলাদেশ সেপা বাণিজ্য চুক্তি ?
একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তায় তিনি পরে কথা বলবেন বলে জানান।
ইবাংলা/তরা/৩১ আগস্ট ২০২২