যত দিন গড়াচ্ছে ততই কঠিন হতে শুরু করেছে রুশ-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। রাশিয়াকে রুখতে জার্মানিসহ পশ্চিমা দেশগুলো কঠিন সব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবুও থামানো যায়নি পুতিনের সামরিক অভিযান। তাই এবার লাগাম টানতে রুশদের সব ধরনের ভিসা সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
৩১ আগস্ট বুধবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পশ্চিমা দেশগুলোর নেতাদের সঙ্গে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের দফায় দফায় বৈঠকের পর রুশদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তে পশ্চিমারা আরও সংকটে পড়বে জানিয়েছে রাশিয়া।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
জোসেপ বোরেল বলেন, রাশিয়ার সঙ্গে ইইউর করা ভিসা চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত ইইউর জোটভুক্ত দেশগুলো সম্মিলিতভাবেই গ্রহণ করেছে। একই সঙ্গে জোটের সদস্য দেশগুলো রুশ নাগরিকদের দেয়া নতুন ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শীর্ষস্থানীয় এই নেতা বলেন, কিছু পুতিন সমর্থক রাশিয়ান নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আগেই আরোপ করেছিল ইইউ। নতুন করে সব রুশ নাগরিককে ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্তের বাস্তবায়ন এখন সদস্য দেশগুলোর রাজনৈতিক ইচ্ছা ও চুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এটি এখনো আইনি রূপ নেয়নি বলেও গণমাধ্যমকে জানিয়েছেন বোরেল।
আরও পড়ুন…ভারতকে টপকে শিরোপা জিতবে বাংলাদেশ?
বোরেল বলেন, রাশিয়ার বিরুদ্ধে এমন সিদ্ধান্তের সবচেয়ে বড় কারণ সীমান্তবর্তী আমাদের সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদার করা। এটি বাল্টিক অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখবে।তবে রাশিয়ার অভিযান বন্ধ করতে ঢালাওভাবে ভিসা বাতিলের বিষয়টিতে পুরোপুরি মতো দেয়নি সামরিক জোট ন্যাটোর দুই শক্তিশালী দেশ জার্মানি ও ফ্রান্স।
দুদেশের রাষ্ট্রপ্রধান শলজ ও ম্যাক্রোঁ বলেন, এতে সাধারণ ও নিরপরাধ রাশিয়ানরাও ইউরোপের দেশগুলোতে ভ্রমণ থেকে বঞ্চিত হবে। তবে পশ্চিমাদের এমন সিদ্ধান্তে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইবাংলা/তরা/১ সেপ্টেম্বর ২০২২