ইবাংলায় সংবাদ প্রকাশের পর বঙ্গভবন ইউনিট কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

অবশেষে মতিঝিল থানাধীন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নবঘোষিত বঙ্গভবন ইউনিট কমিটি স্থগিত করলো মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর ঢাকা-৮ সাংগঠনিক টিম। গত ৩০ জুলাই জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ই-বাংলা ডট প্রেস এ ‘আ.লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে মতিঝিলের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।

সংবাদটি সারাদেশে ছড়িয়ে পড়লে মতিঝিল থানাধীন ৯ নং ওয়ার্ড (আরামবাগ-ফকিরাপুল-দিলকুশা-মতিঝিল ও বঙ্গভবন) এর ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ঢাকা-৮ সাংগঠনিক টিম।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র সমালোচনার মুখে একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই ২৯ আগস্ট ৯ নং ওয়ার্ড এর বঙ্গভবন ইউনিট কমিটি স্থগিত করে ঢাকা-৮ সাংগঠনিক টিম। টিমের অন্যতম সদস্য গিয়াসউদ্দিন সরকার পলাশ বিষয়টি ই বাংলা ডট প্রেস কে মুঠোফোনে নিশ্চিত করেছেন আজ।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-৮ সাংগঠনিক টিমের স্থগিতাদেশ থাকা স্বত্তেও ফকিরাপুল বাজারে গত ৩১ আগস্ট ৯ নং ওয়ার্ড আয়েজিত বিক্ষোভ সমাবেশে সাবেক জামাতকর্মি রফিকুল ও মাদক ব্যাবসায়ি সোহেল খানকে কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু। এনিয়ে এখনো ক্ষোভ বিরাজ করছে এলাকার স্থানীয় ও প্রবীন আওয়ামী লীগ নেতাকর্মিদের মাঝে।

আরোও পড়ুন……তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

সূত্র জানায়, ৩ জানুয়ারী ২০২২ তারিখে মতিঝিল থানার ৯ নং ওয়ার্ড এর আরামবাগ উত্তর, আরামবাগ দক্ষিণ, ফকিরাপুল বাজার, ফকিরাপুল দক্ষিণ, মতিঝিল ও বঙ্গভবন মিলিয়ে মোট ৬ টি ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ যাচাই বাছাই এর পর গত ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফকিরাপুল বাজার ও মতিঝিল ২ টি ইউনিট বাকি রেখে বাকি ৪ টি ইউনিটের কমিটি মৌখিকভাবে ঘোষনা করা হয়।

মাদক ব্যাবসায়ি ও জামাতের লোকদের দিয়ে ইউনিট কমিটি ঘোষনা দেয়ার বিষয়ে প্রশ্ন রাখলে প্রতিবেদককে ঢাকা-৮ সাংগঠনিক টিমের সদস্য সচিব আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক-১ জনাব মোর্শেদ কামাল বলেন, ‘আমরা তো কমিটি ঘোষনা দেইনি। আপনারা কি লিখিত কোন কাগজ পেয়েছেন?

ই-বাংলায় প্রকাশিত সংবাদ ও মোর্শেদ কামালের সাথে প্রতিবেদকের ঐ অডিও ক্লীপটি এলাকায় সবার মুঠোফোনে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চাঁপা উত্তেজনা শুরু হলে টনক নড়ে সাংগঠনিক টিমের। ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে প্রকাশ্যে ৪ টি ইউনিট কমিটি ঘোষনা স্বত্তেও মোর্শেদ কামাল প্রতিবেদকের সাথে এহেন মিথ্যাচার করায় ফুঁসে উঠে তৃণমুলের নেতাকর্মিরা। সর্বত্র এই মিথ্যাচার নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজেদের পিঠ বাঁচাতেই ঘোষিত ৪ টি ইউনিটের মধ্যে বঙ্গভবন ইউনিট কমিটি স্থগিত করে সাংগঠনিক টিম।

আরোও পড়ুন……আ. লীগের বঙ্গভবন ইউনিট কমিটির শীর্ষ পদে মাদক ব্যাবসায়ি ও জামাত কর্মী

এ বিষয়ে জানতে ঢাকা-৮ সাংগঠনিক টিমের আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি জনাব সাত্তার মাসুদ ও সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক-১ জনাব মোর্শেদ কামালের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা কল রীসিভ করেননি।

টিমের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য গিয়াসউদ্দিন সরকার পলাশ মুঠোফোনে কল রীসিভ কওে প্রতিবেদককে বলেন, ‘বঙ্গভবন ইউনিট কমিটির ঘোষিত সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় আমরা বিষয়টি আপাতত স্থগিত রেখেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’ প্রতিবেদককে আর কোন প্রশ্নের সুযোগ না দিয়ে গিয়াসউদ্দিন সরকার পলাশ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উল্লেখ্য, ৯ নং ওয়ার্ডের সুপরিচিত জামাত কর্মি রফিকুল ইসলাম ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার এড়াতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়। দীর্ঘ ১২ বছর পর ২০২০ সালে করোনা পরিস্থিতির কারনে দেশে ফিরে আসে রফিকুল। দেশে ফিরেই এলাকার হাইব্রীড আওয়ামী লীগ কর্মি ভাই নুরুন্নবীর সহায়তায় বাংলাদেশ আওয়ামী লীগের যে কোন একটি পদ পেতে জোর তদবীর শুরু করে।

অবশেষে বঙ্গভবন ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদ লাভের মাধ্যমে তার এ প্রচেষ্টা সফল হয়। স্থানীয় আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মিদের অভিযোগ সাংগঠনিক টিমকে মোটা অংকের টাকা দিয়ে এই পদ বাগিয়ে নেয় সে।

আরোও পড়ুন……মতিঝিল ৯ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি হতে যাচ্ছে ক্যাসিনো সাঈদের আস্থাভাজন মাইনু!

অপরদিকে মতিঝিল থানার এজাহারভুক্ত মাদক মামলার আসামী ও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ি হওয়া স্বত্তেও সোহেল খান বাগিয়ে নেয় বঙ্গভবন ইউনিটের সাধারন সম্পাদকের পদ। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর বাদী মতিঝিল থানার এস আই মোঃ আজিজুল হক সুমন (বিপি-৮৪০২০৯৫৬৭৬) কর্তৃক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/ ৪১ ধারায় দায়েরকৃত ইয়াবা বিক্রির মাদক মামলার (মামলা নং ২৭) ৩ নং আসামী সোহেল খান। মামলাটি এখনো চলমান।

এরপরেও সোহেল খান কিভাবে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বঙ্গভবন ইউনিটের সাধারন সম্পাদক পদ লাভ করলো তা নিয়ে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ই-বাংলা ডট প্রেস সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি প্রথম সবার নজরে আনে।

ইবাংলা/আরএস/৩ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গভবন ইউনিট কমিটি স্থগিত