পুলিশের ওপর হামলার মামলায়: বিএনপির ৩ নেতাকর্মি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে গত ২৯ আগষ্ট বিএনপি ও আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচি চলাকালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ভাংচুরের সময় পুলিশের ওপর হামলা,সড়ক অবরোধ ও বিস্ফারক মামলার ঘটনায় জড়িত আরো ৩ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

আরও পড়ুন…তিন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত মতৈক্য

গ্রেফতারকৃতরা হলো, সেনবাগ উপজেলা বিএনপি সদস্য হুমায়ুন কবির (৪৫) মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রকাশ রকি (৩২), ও সেনবাগ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি রিদোয়ান হোসেন (৩০)।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের একই দিন দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ইবাংলা/জেএন/০৭ সেপ্টেম্বর ২০২২

৩ নেতাকর্মি গ্রেফতার