জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ক্লাব “বায়োটেকনোলজি কুইজ ২০২২” এর ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালইয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স এর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কুইজ ১৯ সেপ্টেম্বর বেলা ১ টায় অনুষ্ঠিত হবে।
কুইজ প্রতিযোগিতার জন্য তারা আকর্ষনীয় পুরষ্কারের ঘোষণা করেছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর জন্য প্রাইজমানি হিসাবে রাখা হয়েছে ২ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য প্রাইজমানি রাখা হয়েছে যথাক্রমে ১০০০ টাকা ও ৫০০ টাকা। তাছাড়া সেরা ১০ জন প্রতিযোগীর জন্য সম্মানীয় স্মারক ও সার্টিফিকেট এর ব্যবস্থা করা হয়েছে।
লাইফ ও আর্থ সায়েন্স এর জন্য আয়োজিত এই অনুষ্ঠানে লাইফ ও আর্থ সাইন্স এর প্রতিটি বিষয় থেকে প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযুদ্ধ, সাধারণজ্ঞান, বায়োটেকনোলজি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফী এন্ড ইনভায়রনমেন্ট সাইন্স ও সাইকোলজি বিভাগ থেকে ৫ টি করে মোট ৫০ টি প্রশ্ন করা হবে।প্রতিটি প্রশ্নের মান ১ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
প্রতিযোগিতার জন্য রেজিসট্রেশন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইনে ও অফলাইনে দুইভাবেই রেজিসট্রেশন এর ব্যবস্থা রাখা হয়েছে। অফলাইনে ক্যাম্পাসের শান্ত চত্ত্বরে ১১ টা থেকে বুথ খোলা থাকে।
আরোও পড়ুন…শাহীন চেয়ারম্যানকে গ্রেফতারসহ দশ দফা দাবিতে জবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdg315Ii50dpzYnKvsMO0oPEjEzcBXSi-YeUSoGZ68Wz5EnA/viewform এই ঠিকানায় গিয়ে অনলাইনে রেজিট্রেশন করা যাবে। রেজিট্রেশন এর শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২২।
ইবাংলা/আরএস/১২ সেপ্টেম্বর, ২০২২