প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল যুক্তরাজ্য আ.লীগ

ইবাংলা ডেস্ক

বৃহস্পতিবার লন্ডনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনে পৌঁছান শেখ হাসিনা।

আরও পড়ুন…রানি এলিজাবেথের কফিন দেখতে ৮ কিলোমিটার লম্বা লাইন

এরপর তিনি ক্লারিজ হোটেলে পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, লন্ডনে তার অবস্থানকালীন হোটেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীরা লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনেও যোগে দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন…অস্থির নিত্যপণ্যের বাজার

১৭ সেপ্টেম্বর, যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনায় যোগ দেবেন।

ইবাংলা/জেএন/১৬ সেপ্টেম্বর, ২০২২

স্বাগত জানাল যুক্তরাজ্য আ.লীগ