কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রকৃত অর্থে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় বলে মন্তব্য করেছেন । রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন…বিএনপির কর্মসূচিতে হামলা করার কোনো প্রশ্নই আসে না
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃত অর্থে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। তবে সরকারের উদ্যোগে কৃষি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে মানুষ এক দিন, দুই দিন খেতে পারত না। এখন দিনে অন্তত দুই মিল খেতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে এখনও ২০ ভাগ বা তারও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। জনসংখ্যার হিসাবে এটি প্রায় ৩ কোটি।
কৃষিমন্ত্রী বলেন, মাথাপিছু জমি ২৮ ডেসিমেল থেকে কমে ১০ ডেসিমেল হয়েছে। টেকসই উন্নয়ন পেতে হলে কোন কোন খাতে গুরুত্ব দিতে হবে, তা নির্ধারণ করতে হবে। জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ২ শতাংশ হলেও এর গুরুত্ব অনেক বেশি। এই খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী বলেন, আমরা এসডিজি সূচকের সবগুলো শর্ত ২০১৫ সালের মধ্যে অর্জন করেছি। ২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয় ৫ হাজার ডলার ছাড়িয়ে যাবে।
সারের দাম ইতিহাসে সর্বনিম্ন দাবি করে তিনি বলেন, বিএনপির আমলের ৯২ টাকার সার বর্তমান সরকার ১৬ টাকায় নিয়ে এসেছে। বাজারে ডিমের দাম বেশি থাকলেও এই দাম সাময়িক, এটি দ্রুতই কমে যাবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে রাজা তৃতীয় চার্লসের ফোন
আজকে খাদ্যদ্রব্যের দাম নিয়ে কথা হচ্ছে, এই যে খাদ্যের এত দাম, আমি যদি সারেই ভর্তুকি দিই, তাহলে খাদ্যে ভর্তুকি আমি কেন দেব? গত ৩ বছরে হ্যাচারি মালিকেরা একদিনের মুরগির একটি বাচ্চাও বিক্রি করতে পারে নাই। কাজীর মতো ফার্ম ১ লাখ মুরগির বাচ্চা পুঁতে ফেলেছে। বলতে চাই, ডিমের দাম সাময়িক, এটা কমে যাবে।
ইবাংলা/জেএন/১৮ সেপ্টেম্বর, ২০২২