ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, নবীন বরণ শদ্বদয় চয়নের দিক থেকে ঠিক আছে। তবে, প্রবীণ বিদায় শব্দ দুটি চয়নের দিক থেকে আমার মনঃপূত নয়। বিদায় মানে সত্যিকার অর্থে কোন বিদায় নয় এটাকে আমরা অগ্রায়ণ বলতে পারি।
তিনি আরো বলেন, আপনারা দেশ ও বিদেশের প্রতিটি স্তরে আপনাদের বিভাগের মান সমুন্নত রাখার এক অগ্রযাত্রার নাম বিদায়। আপনাদের অগ্রযাত্রা মঙ্গলজনক হোক।
আরও পড়ুন…পোস্টমাস্টারের ৯ বছরের কারাদন্ড
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জানা যায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এ আয়োজন করেন।
বিভাগটির সভাপতি প্রফেসর ড. আক্তারুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. তানজীমা পারভীন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রফেসর ইব্রাহিম আব্দুল্লাহ, প্রফেসর ড. রবিউল হক, এ্যাসোসিয়েট প্রফেসর শামীম হোসেন, এ্যাসোসিয়েট প্রফেসর জয়শ্রী সেন, এ্যাসোসিয়েট প্রফেসর ড. হাবিবুর রহমান।
আরও পড়ুন…হাতিয়াতে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু
এ্যাসোসিয়েট প্রফেসর ড. শহীদুল ইসলাম ও এ্যাসিস্ট্যান্ট প্রফেসর আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিম হোসেন ও ১৬ -১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন সুলতানা মিমি।
ইবাংলা/জেএন/১৯ সেপ্টেম্বর, ২০২২