বামনায় অধ্যক্ষ মহসিন কবীরকে লাঞ্ছিতর প্রতিবাদে মানববন্ধন

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন কবির ও শিক্ষক কর্মচারীদের কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি সৈয়দ বজলুল গাফফার যায়গাম আহসান সোহেল কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক,অভিভাবক ও ছাত্রীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরের মহিলা কলেজের সামনে এক কিলোমিটার দীর্ঘ লাইনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পালিত হয়েছে।

এসময় শিক্ষকরা তাদের বক্তব্য বলেন শিক্ষক ও কর্মচারী লাঞ্ছিতকারি সভাপতি কে দ্রুত অপসারণ করতে হবে এবং শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন যতক্ষণ পর্যন্ত সভাপতিকে অপসারণ করা না হবে ততক্ষণে তারা ক্লাসে ফিরে যাবে না।

গত ২০ তারিখ থেকে বামনার ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের কলেজের পাঠদান বন্ধ রয়েছে । মানববন্ধনে বক্তব্যে অভিভাবকরা দাবি জানান প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিরসন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার।

ইবাংলা/জেএন/২৭ সেপ্টেম্বর, ২০২২

লাঞ্ছিতর প্রতিবাদে মানববন্ধন