মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘এ এলাকায় বিদ্যুৎ ছিল না, আর মোবাইল ফোন তো কল্পনার বিষয়! সব উন্নয়ন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়েছে। কিছু দুষ্কৃতকারী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, তা কখনও সফল হবে না।’
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গাজীপুরে এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের আয়োজনে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মুক্তিযুদ্ধ বিষযকমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য এ দেশকে স্বাধীন করেছিলেন। আজকে তার এই রক্তের উত্তরাধিকার ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সোনার বাংলা বাস্তবায়ন করবো। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের জন্য রোল মডেল, যা জাতিসংঘ স্বীকৃত।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন চকা রাজাকার হিসেবে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধুর সময় যিনি যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে বন্দি ছিলেন। জিয়াউর রহমান তাকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন। আজও তার পরিবার দেশ সম্পর্কে উল্টা-পাল্টা কথা বলছে।’
মন্ত্রী ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা উল্লেখ বলেন, ‘জিয়াপুত্র তারেক রহমান হাওয়া ভবনে বসে মন্ত্রীদের নিয়ে বৈঠক করে পাকিস্তান থেকে আনা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। ১৫ ও ২১ আগস্টের ঘটনার সঙ্গে সরাসরি জিয়া পরিবার জড়িত। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। তাদের বিচার বাংলার জনগণ করবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, সিমিন হোসেন রিমি এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় ও জেলা পর্য়ায়ের ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২