প্রজন্ম পরিবার নামে পরিচিত জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাস ‘প্রজন্ম’এর বাস পরিচালনা পূর্নাঙ্গ কমিটি পহেলা অক্টোবর, ২০২২ এ ঘোষিত হয়। নব্যকমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক ১৪তম ব্যাচের মাহথির আনান আলিফ।
বাসের শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের জন্য প্রত্যাকবার এক বছরের জন্য নির্দিষ্ট বাসে নির্দিষ্ট কমিটি ঘোষণা করা হয়।তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে গত কমিটি গঠিত হয়।কিন্তু বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর জন্য সব কিছু থমকে যায়।এক কমিটিতে কেটে যায় তিন বছরের অধিক সময়।তবে এই সময়ে কোন সাংগঠনিক কাজই স্থবির থাকেনি।
ইতোমধ্যে সদ্যা সাবেক কমিটির সভাপতি রেদোয়ান হোসেন এবং সাধারণ সম্পাদক অভিরাজ অভি’র আপ্রাণ প্রচেষ্টায় বাসের ১৫ ও ১৬ তম ব্যাচ নবীন বরণ সহ নানা শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করেন।এছাড়া তারা করোনা কলীন সময়ে উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়ে দারিদ্র্য শিক্ষার্থীদের মেস ভাড়া নিরসন ও তাদের সাময়িক অর্থনৈতিক সহোযোগিতা করেছেন।
গত ২৩ সেপ্টেম্বর শুক্রবারে নবীন বরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়।সেখানে বাস কমিটির উপদেষ্টা মণ্ডলী ও উপস্থিত বাসের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয়।
বাসের কমিটি বিষয়ে সাধারণ সম্পাদক আলিফ বলেন,”এই বাসের প্রতি ভালোবাসা ঠিক ততোটাই যতোটা আমার পরিবারকে ভালোবাসি।ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন একটি সুন্দর হিসাবে রেখে যেতে পারি এই কামনায় কাজ করে যাব। আর আমাদের প্রতিপাদ্য হবে,প্রজন্ম থেকে প্রজন্মের তরে আমরা প্রজন্মিয়ান।”
সভাপতি ফাহিমের এর জানতে চাইলে তিনি বলেন,”প্রজন্ম একটা পরিবার, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে প্রথম ব্যাচ থেকে ১৬ ব্যাচ পর্যন্ত সবার সাথে সবার সম্পর্ক সুমধুর। তবে প্রথম থেকে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না, আস্তে আস্তে বড়ভাইদের কল্যাণে এটা এখন একটা পরিবারের মধ্যে চলে এসেছে। সদ্য সফল কমিটির ভাইয়েরা এই বন্ডিংটাকে তাদের কাজের মাধ্যমে আরও সুন্দর করে তুলেছে। বর্তমানে আমি এবং আলিফ আরও সুন্দরভাবে প্রজন্ম পরিবারকে একসাথে রাখার ও পরিচালনা করার কাজ করবো ইনশাআল্লাহ।”