বর্তমানে ভোজ্যতেলে ভ্যাট মওকুফ সুবিধার সময়সীমা আরও বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলছেন।
ভোজ্যতেলের দাম যেন নতুন করে না বাড়তে পারে, তাই ভ্যাট প্রত্যাহারের সুবিধা বহাল রাখার বিষয়টি ভাবা হচ্ছে। চলমান ভ্যাট প্রত্যাহার সুবিধা আগামী জুন পর্যন্ত বহাল রাখতে গত ২০ সেপ্টেম্বর এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন…ইবি প্রফেসরের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
চিঠিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত (কাঁচামাল) সয়াবিন ও পাম অয়েলের দাম কমলেও ডলারের দাম বাড়ায় দেশীয় বাজারে পণ্যটির মূল্য কমানো সম্ভব হচ্ছে না। তাই স্থানীয় বাজারে ভোজ্যতেলের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখতে ভ্যাট অব্যাহতির বর্তমান মেয়াদ ১ অক্টোবর থেকে ৩০ জুন পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা প্রয়োজন।’
চিঠির বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। ভোজ্যতেলে আর কত সুবিধা দিবে সরকার সুবিধা দিতে দিতে এক লিটার এখনো মাত্র ২০০ টাকা।
গত মার্চ মাসে স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। পরে এনবিআর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এছাড়া ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। শুরুতে এসব সুবিধার মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত।
পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। গত শুক্রবার সেই মেয়াদ শেষ হয়েছে। ফলে এখন ভোজ্যতেলের ভ্যাট আগের মতো রয়েছে।
ইবাংলা/জেএন/০৩ অক্টোবর ২০২২