জাতীয় পার্টি সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে

ইবাংলা প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদে মানুষের জন্য কথা বলার সুযোগ আছে। তাই সংসদ থেকে বের হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতীকীভাবে কোনো সময় সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন…আরো ২ দিন চলবে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

জিএম কাদের বলেন, নির্বাচন বর্জনের সময় এখনো আসেনি। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নির্বাচন বর্জন করার আগে নেতা-কর্মী ও জনগণের কথা ভাবতে হবে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি বুঝে দেশের কথা ভেবে আগামীতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জিএম কাদের রংপুর থেকে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল, অর্ধশতাধিক পিকআপ ও প্রাইভেটকারের শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

ইবাংলা/জেএন/০৪ অক্টোবর ২০২২

জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি