ত্রুটির কারণে চালুর প্রথম দিনই লেনদেন হয়নি সরকারি বন্ড

ইবাংলা ডেস্ক

ত্রুটির কারণে চালুর দিনে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন সম্ভব হয়নি বলে জানিয়েছে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ডাটা মাইগ্রেশন পরবর্তী ডাটা ট্রান্সফার অর্থাৎ বিপিআইডি থেকে বিওআইডিতে সিকিউরিটিজ হস্তান্তরে প্রয়োজনীয় সময় না পাওয়ায় বেশ কিছু আদেশ থাকার পরও আজকের লেনদেন সম্ভব হয়নি।

আরও পড়ুন…একটু ধৈর্য ধরেন, চলতি মাসটা কষ্ট করতে হবে: প্রতিমন্ত্রী

তিনি বলেন, আগামী এক দুই দিনের মধ্যে প্রায়োগিক সমস্যার সমাধানের সিকিউরিটিজের সরবরাহ নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক লেনদেন শুরু হবে।

উল্লেখ্য, সোমবার (১০অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দেশের দুই পুঁজিবাজার প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা হয়। ওই দিন ডিএসই ২৫০টি সরকারি চালু করা হয়। যার বাজার মূলধন ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চালু করা হয় ২৫২টি। এতে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার-বন্ড কেনাবেচা করতে পরছেন। এর ফলে দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদানও এক ধাক্কায় ১৪ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত হয়েছে।

ইবাংলা/জেএন/১০অক্টোবর ২০২২

প্রথম দিনই লেনদেন হয়নি সরকারি বন্ড