ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন’ বিষয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে বুধবার (১২ অক্টোবর) সকালে আইসিআরসি এবং আইএইসএল এর যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও আইন অনুষদে ডিন প্রফেসর ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা।
আরও পড়ুন…সাকিবের লড়াইয়ের পরও বড় হার, স্বপ্ন শেষ বাংলাদেশের
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মামুনুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. মোঃ এয়াকুব আলী, প্রফেসর ড. মোঃ শাহজহান মন্ডল, প্রফেসর ড. রেবা মন্ডল।
প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. মোছাঃ হামিদা খাতুন, ড. মোঃ আনিচুর রহমান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর হিউমেনিটেরিয়ান এ্যাফেয়ারস এডভাইজার শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন…মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, প্রচলিত আইনে সব কিছু আছে। তাই আইন প্রয়োগে আমাদেরকে আরো মানবিক ও যত্নবান হতে হবে যেন কোন নিরাপরাধ ব্যক্তি আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।
ইবাংলা/জেএন/১২ অক্টোবর ২০২২