পিরোজপুরের সংরক্ষিত একাদশ জাতীয় সংসদের নারী আসন ১৯ থেকে সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান চলে গেলেন না ফেরার দেশে , (ইন্ন লিল্লাহি রাজিউন) আজ মঙ্গলবার বেলা পৌনে দুই টার সময় থাইল্যান্ডের ব্যাংককের বুমরুন গ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর ।
আরও পড়ুন…দক্ষিণ সুরমায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
পরিবার সূত্রে জানাগেছে এ্যানি রহমান দীর্ঘ নয় মাস যাবত ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের ও-ই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রাজনৈতিক সূত্রে জানাগেছে, শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই, শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচি।
মৃত্যু কালে তিনি স্বামী , এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাহগারী রেখে গেছেন। আরো জানাগেছে, শেখ এ্যানি রহমানের পিতা, এনায়েত হোসেন। পিরোজপুর (তিন) আসনের
সাবেক সংসদ সদস্য ও এক সময় জেলা আওয়ামিলীগের সাবেক সম্পাদক ও সভাপতি ছিলেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুরের জেলা আওয়ামিলীগের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম রেজাউল করিম, ও জেলা আওয়ামিলীগের সহ সভাপতি পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান (মালেক) ওমঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস ও জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সকল পেশার সাধারণ মানুষ, ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইবাংলা/জেএন/১২ অক্টোবর ২০২২