আইইউমুনার উদ্যোগে ইবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হয়। প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (আইইউমুনা)।

জানা যায়, সংগঠনটির এই প্রথম সম্মেলনে ঢাবি, জবি ইবি, রাবি, খুবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রথম বারের মত এ বছর সম্মেলনে রয়েছে ৫টি কমিটি। ছায়া জাতিসংঘ আলোচনা ও বিতর্ক অংশগ্রহণকারী প্রতিনিধিরা দক্ষতার মাধ্যমে তাদের প্রদানকৃত সমস্যার সমাধান বের করবেন। প্রতিটি কমিটি যে সমাধান বের করবে, তার খসড়া প্রস্তাবগুলো পরবর্তীতে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন…সুবর্ণচরে দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপিত

আইইউমুনার সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, খুবির আইন ও ডিসিপ্লিন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। সম্মেলনটি সঞ্চালনা করেন হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া হোসাইন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী কাজী সুরাইয়া ইভা।

সংগঠনটির সভাপতি রাসেল মুরাদ বলেন, আমাদের সংগঠন যে শুধু ছায়া জাতিসংঘ আয়োজন করে তা-ই নয়, বরং শিক্ষার্থী ও সদস্যদের সার্বিক মেধা, মনন ও মানসিকতার উৎকর্ষ সাধনের জন্য এ সংগঠন সর্বাত্মক চেষ্টা চালাবে।

ইবি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, পারস্পরিক সহযোগিতা, মত বিনিময়, কূটনৈতিক দক্ষতার বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন…নোবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিংসহ ১০ অভিযোগ শিক্ষার্থীদের

উল্লেখ্য, ছায়া জাতিসংঘ হলো মূল জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে একদল শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষে দাবি জাতিসংঘের সামনে তুলে ধরে। প্ল্যানারি সেশন, কমিটি সেশনে আলোচনার মাধ্যমে পাস করিয়ে আনা হয় বিশ্বের স্বার্থজনিত নানা এজেন্ডা। শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির এটি একটি অন্যতম প্ল্যাটফর্ম।

ইবাংলা/জেএন/১৩ অক্টোবর ২০২২

ছায়া জাতিসংঘ সম্মেলন