নানা আয়োজনে ইবিতে শেখ রাসেল দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এ সময় শেখ রাসেল স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল হল, শাখা ছাত্রলীগ ও ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজ।

জানা যায়, শ্রদ্ধাঞ্জলী শেষে শেখ রাসেল হলের হল রুমে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে শেখ রাসেলের স্মরণে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ও ইবি ল্যাব স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন…নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থী সুবাস বোস বিজয়ী

এ সময় শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার আলী হাসানসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এসময় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, কোমলমতি শিশু শেখ রাসেল ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী বিকাশমান একটি ফুল, দুর্বৃত্তরা সেই ফুলকে পরিপূর্ণ বিকশিত হবার আগেই ছিড়ে ফেলে। এই পরিবারের প্রতিটি মানুষের রক্তের মূল্য আমাদের শোধ করতে হবে বর্তমান ও আগামী প্রজন্মকে না হলে আমরা জাতি হিসাবে ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে থাকবো।

এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে শাখা সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে র‌্যালিটি বের হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হন তারা। এসময় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

আরও পড়ুন…হাতিয়াতে শিক্ষা কর্মকর্তার ওপর দুর্বৃত্তের হামলা

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

ইবাংলা/জেএন/১৮ অক্টোবর ২০২২

শেখ রাসেল দিবস পালিত