উন্নয়নের গণতন্ত্র’ নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের। তিনি বলেন, কেউ কেউ উন্নয়নের নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই।
আরও পড়ুন…দেশে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৪
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।
জিএম কাদের বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।
জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।
ইবাংলা/জেএন/১৯ অক্টোবর ২০২২