বিদ্যুৎ জ্বালানি ও টেকসই অবকাঠামোর প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট

নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং নতুন সব প্রযুক্তি নি‌য়ে ঢাকায় শুরু হ‌য়ে‌ছে অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’। বৃহস্প‌তিবার (২০ অক্টোবর) রাজধানীর কু‌ড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী শুরু হ‌য়ে‌ছে। প্রদর্শনীর আ‌য়োজন ক‌রে‌ছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড। তিন‌ দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন…চুলাতেই তৈরি হবে তান্দুরি চিকেন রেসিপি

দেশের বৃহৎ এ আন্তর্জাতিক প্রদর্শনী‌তে নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং নতুন প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ‘পাওয়ার-জেন’ শীর্ষক এ প্রদর্শনীটির সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।

‌আন্তর্জাতিক এ প্রদর্শনী‌র উদ্বোধন ক‌রেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিয়ার মোহাম্মদ হোসাইন, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ারের (এএসএইচআরএই-আশারি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. হাসমতুজ্জামান।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (‌বি‌সি‌সি‌সিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টি এম আজিজুল আকিল ডেভিড, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএম‌সি‌সিআই) সভাপতি সৈয়দ আলমাস কবীর, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ঢাকা এর প‌রিচালক লি শাও, স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম প্রমুখ।

আরও পড়ুন…উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান সম্রাট

এই আন্তর্জাতিক প্রদর্শনীর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে পাওয়ার সেল, স্রেডা, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিন সোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি। আন্তর্জাতিক প্রদর্শনী‌তে ১৪টি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ ক‌রে‌ছে। যেখা‌নে প্রায় ৩২০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। দর্শনার্থীদের আগম‌নে প্রদর্শনীটি মুখর হ‌য়ে উ‌ঠেছে।

ইবাংলা/জেএন/২০ অক্টোবর ২০২২

টেকসই অবকাঠামোর প্রদর্শনী